৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

by Nur Alam Khan

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া অঞ্চলে শনিবার (২৬ জুলাই) ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে এই অঞ্চলের রাজধানী সোরং থেকে ৬৪ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি অনুভূত হয়।

বিজ্ঞাপন
banner

জার্মান সেন্টার ফর জিওরিসার্চ (জিইওফন) ভূমিকম্পটির মাত্রা ৫.৯ ছিল বলে পরিমাপ করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এটি ৫.৭ মাত্রার ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে সুনামির কোনো সতর্কতা নেই। সেই সঙ্গে হতাহতের বা অবকাঠামোগত ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222