বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব সৌদি আরবে

by Nur Alam Khan

বিনোদন জগতের সম্প্রসারণ বাড়াচ্ছে সৌদি আরব। তারই লক্ষ্যে এবার দেশটিতে বসতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসবের আসর- ‘রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল’। ইতোমধ্যে এই আয়োজনের কিছু প্রস্ততিও নেওয়া হয়েছে; চলতি বছরেই রাজধানী রিয়াদে মঞ্চ কাঁপাবেন বিশ্বখ্যাত সব স্ট্যান্ডআপ কমেডিয়ানরা।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এমনই ঘোষণা দিয়েছেন সৌদি আরবের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান তুর্কি আলাল শেখ। জানিয়েছেন, প্রথমবারের মতো রিয়াদে হতে যাচ্ছে এই কমেডি ফেস্টিভ্যাল, যেটি শুরু হতে যাচ্ছে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে; চলবে ৯ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞাপন
banner

আলাল শেখ আরও জানান, ইতোমধ্যে বিশ্বখ্যাত কমেডিয়ান- কমেডির রাজা খ্যাত কেভিন হার্ট এই আসরে যোগ দেওয়ার আগ্রহ জানিয়েছেন। শুধু তাই নয়, তাকে নিয়ে আন্তর্জাতিকভাবে প্রচারণার অংশ হিসেবেও একটি প্রমোশনাল ভিডিও তৈরি করা হয়েছে।

আলাল শেখের পোস্টেই যুক্ত ছিল সেই প্রচারমূলক ভিডিও। যেখানে উৎসবটির বিশাল পরিসর ও আন্তর্জাতিক আকর্ষণ তুলে ধরা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ‘কমেডির রাজা রিয়াদে নামছেন… কেভিন হার্ট প্রস্তুত পুরো আসর কাঁপাতে, বিশ্বের বৃহত্তম কমেডি উৎসবে।’

জানা গেছে, রিয়াদের মিডিয়াপাড়া খ্যাত বুলেভার্ড সিটিতে বসবে এই কমেডি ফেস্টিভ্যালের আসর। যেখানে সারা বিশ্বের ৫০ জনেরও বেশি শীর্ষ কমেডিয়ানরা একত্রিত হবেন।

এই উৎসবে অংশ নিতে যাওয়া প্রথম সারির কিছু তারকাদের নাম ইতোমধ্যে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কেভিন হার্ট ছাড়াও রয়েছেন, সেবাস্টিয়ান ম্যানিসকালকো এবং রাসেল পিটার্স। রাসেল পিটার্স একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান কমেডিয়ান, যার বহুসাংস্কৃতিক কনটেন্টের জন্য বিশ্বব্যাপী পরিচিত।

এনআর/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222