ইংল্যান্ডে জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

by Nur Alam Khan

২০২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসে সবচেয়ে বেশি ছেলেশিশুর নাম রাখা হয়েছে ‘মুহাম্মদ’। এটি টানা দ্বিতীয় বছর এই নাম শীর্ষস্থানে রয়েছে। নামটি ২০১৬ সাল থেকে সেরা দশে অবস্থান করছে। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স (ওএনএস) প্রকাশিত তথ্যে এসব বলা হয়েছে। ছেলের শীর্ষ তিনটি নামের মধ্যে রয়েছে প্রথমে মুহাম্মদ। পাঁচ হাজার ৭২১ জন শিশুর নাম রাখা হয়েছে এটি। দ্বিতীয় নোহা এবং তৃতীয় অবস্থানে অলিভার। খুবই কাছাকাছি বানানে থাকা মুহাম্মদ নামগুলোর মধ্যে মোহাম্মেদ ছিল ২১তম (এক হাজার ৭৬০ বার ব্যবহৃত) এবং মোহাম্মদ ছিল ৫৩তম (৯৮৬ বার ব্যবহৃত)।

মেয়েদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নামগুলোর তালিকায় শীর্ষ থাকা অলিভিয়া রাখা হয়েছে দুই হাজার ৭৬১ শিশুর নাম। দ্বিতীয় অ্যামেলিয়া এবং তৃতীয় অবস্থানে লিলি (যা ‘আইলা’কে সরিয়ে দিয়েছে)। ‘অলিভিয়া’ নামটি ২০০৬ সাল থেকে মেয়েদের নামের শীর্ষ ৩-এ রয়েছে। খবর দ্য ইনডিপেনডেন্টের।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে, রাজকীয় (রয়্যাল) নামের জনপ্রিয়তা কমেছে। জর্জ রয়েছে ৬ষ্ঠ অবস্থানে, উইলিয়াম ২৭তম, লুইস ৪৭তম, শার্লট ২৩তম। ২০২৪ সালে মাত্র পাঁচবারের কম রাখা কিছু ছেলেশিশুর নাম:কাথবার্ট,ক্রিসপিন এবং অসাম।

মেয়েশিশুদের মধ্যে বিরল নাম রয়েছে অর্কিড, পোয়েম, সিসিলি, এভারেস্ট। এই তালিকাটি শিশুর জন্ম নিবন্ধনের সময় নামের বানান অনুযায়ী তৈরি করা হয়েছে, অর্থাৎ একই উচ্চারণের ভিন্ন বানান আলাদা নাম হিসেবে বিবেচিত হয়েছে।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222