হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলা, ভাঙচুর, মারধর ও অগ্নিসংযোগের অভিযোগে উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাবেদ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
জাবেদ আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে থানার এস. আই শাহানূর পৌর শহরের নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট মাধবপুর উপজেলা সদরে ছাত্র-জনতার ওপর হামলা-মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে সরাসরি জড়িত ছিল জাবেদ। এ সংক্রান্তে মাধবপুর থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি তিনি।
এআইএল/