আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের দশদোনা দক্ষিণপাড়ায় ভোররাতে ভয়াবহ ডাকাতির ঘটনায় এক নারী গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বুধবার (৩১ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ভুইঁয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, রমজানের মা (৬০), নামাজের জন্য অজু করতে ঘর থেকে বের হলে উত পেতে থাকা ৫-৭ জনের একটি সশস্ত্র ডাকাতদল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। ডাকাতরা প্রথমে তাঁকে জিম্মি করে ঘরের টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার দাবি করে। তিনি তাতে অস্বীকৃতি জানালে বর্বরভাবে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাঁকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ডাকাতদের এমন নির্মম ও বর্বর আচরণে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছেন।
মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের শনাক্ত, গ্রেফতারের অভিযান শুরু করেছে এবং এই ঘটনায় দায়ীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন।
হাআমা/