আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।
শুক্রবার (১ আগস্ট) বাদ আছর নরসিংদী জেলার শিবপুর উপজেলার শিমুলিয়া বাজারে বাংলাদেশ খেলাফত মজলিস দুলালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি মো. সাইদুল ইসলাম খন্দকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনির হুসাইন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এবং নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রাকীবুল ইসলাম। তিনি বলেন, “দেশে নৈতিক ও ইসলামভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে ইনসাফের পক্ষে কথা বলতে হবে, রিকশা প্রতীকে ভোট দিতে হবে।”
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল আজিজ (সাংগঠনিক সম্পাদক, যুব মজলিস, নরসিংদী জেলা), হাফেজ হাফিজুল্লাহ (সহপ্রচার সম্পাদক, শিবপুর উপজেলা), ইঞ্জিনিয়ার আরিফ দেওয়ান (ইউনিয়ন উপদেষ্টা), মাওলানা ইসমাইল হুসাইন (সাংগঠনিক সম্পাদক), মাওলানা নুর আহমদ (১ নং ওয়ার্ড দায়িত্বশীল), মোহাম্মদ রফিকুল ইসলাম জনি, আরিফ মিয়া ও মোহাম্মদ জাকির হুসাইন প্রমুখ।
সভায় স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। বক্তারা ইসলামী রাজনীতির প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পথরেখা নিয়েও আলোচনা করেন।
হাআমা/