নওগাঁর সাপাহারে মাদরাসা ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে সাআদ (১২) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পিছলডাঙ্গা গ্রামের মদিনাতুল উলুম শিশু সদন কওমি মাদরাসায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, সাআদ রাতে পড়ালেখা শেষে সহপাঠীদের সঙ্গে মাদরাসা রুমে ঘুমিয়ে পড়েছিল। গভীর রাতে হঠাৎ মাটির ফাটল থেকে একটি বিষধর সাপ বের হয়ে তার গলায় ছোবল দেয়।
ছোবলের পর সাআদ চিৎকার করলে অন্যান্য শিক্ষার্থীরা ছুটে এসে ঘরে সাপটিকে দেখতে পায় এবং সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।
সাআদকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে রাতেই তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে সে মারা যায়।
মৃত সাআদ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ইসলামপুর গঞ্জের মো. সারাফত আলীর ছেলে। সে মাত্র কয়েক দিন আগে ওই মাদরাসায় মক্তব বিভাগে ভর্তি হয়েছিল বলে জানিয়েছেন মাদরাসা ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মাওলানা আব্দুর রাকিব।
স্থানীয়রা জানান, মাদরাসার ঘরগুলো পাকা হলেও মেঝেগুলো এখনো কাঁচা। মেঝেতে ফাটল ও গর্ত থাকায় সেগুলোতে সাপের বাসা গড়ে ওঠার আশঙ্কা রয়েছে।
এমন দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে মাদরাসার প্রতিটি ঘরের মেঝে দ্রুত পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এআইএল/