‘তফসিল ঘোষণার পর তারেক রহমান দেশে ফিরবেন’

by amirulislamluqman20@gmail.com

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের তফসিল ঘোষণা পর। ফলে তার দেশে ফেরা আগামী নভেম্বর-ডিসেম্বরে হতে পারে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৭ আগস্ট) তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলকে এমন তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

হুমায়ুন কবির বলেন, তফসিল ঘোষণা করলে তিনি আসবেন। কেননা তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। তারেক রহমানই আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী। যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করেন তাহলে তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এখানে কোনো যদি-কিন্তু নেই।

এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। গ্রেপ্তার হওয়ার পর তারেক রহমানকে ব্যাপক নির্যাতন করা হয়। পরে জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান।

কিন্তু এরপর শেখ হাসিনার সরকারের ১৬ বছরের শাসনামলে তারেক রহমান আর দেশে ফিরতে পারেননি। ৫ আগস্টে আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনার ভারতে পলায়নের পর এখন দেশে ফেরার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222