ব্রিটেনের কেমব্রিজ শহরে নৃশংসভাবে নিহত সৌদি ছাত্র মোহাম্মদ আল-কাসিমের জানাজা মক্কার পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত হয়েছে। কয়েক দিন আগে কেমব্রিজে এক সহিংস হামলায় গুরুতর আহত হয়ে তিনি নিহত হন।
রবিবার (১০ আগস্ট) ডেইলি জং সূত্রে আরব গণমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনা সৌদি নাগরিকদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পূর্ণাঙ্গ বিচার দাবিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তারা যুক্তরাজ্যের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
ব্রিটিশ কাউন্টি কেমব্রিজশায়ারে ১০ সপ্তাহের শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচির সময় ওই সৌদি ছাত্রকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। চলতি সপ্তাহে আদালতে হাজির করার পর তার বিরুদ্ধে অভিযোগ আনয়ন সম্পন্ন হয়।
এদিকে কেমব্রিজশায়ার পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
সূত্র: ডেইলি জং
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/