ভারী বৃষ্টির জেরে দিল্লিতে মন্দিরের দেওয়াল ভেঙে আটজন নিহত হয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) রাত থেকে দিল্লিতে ভারী বৃষ্টি হচ্ছে। শনিবার সকালেও বৃষ্টি হয়েছে। এরই মধ্যে দক্ষিণ-পূর্ব দিল্লিতে একটি মন্দিরের দেয়াল ধসে যায়।
দিল্লি পুলিশ সুত্রে জানা যায়, ওই এলাকায় একটি পুরনো মন্দির ছিল। তার পাশেই একটি ঝুপড়িতে কিছু সংখ্যক মানুষ থাকতেন। তারা মূলত পুরনো জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
শনিবার সকালে বৃষ্টির সময়ে ওই মন্দিরের একটি দেওয়াল ভেঙে ছাউনির উপর পড়ে। এতে আটজনের প্রাণহানি হয়।
প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর, ভেঙে পড়া দেওয়ালের নীচে আট জন চাপা পড়ে গিয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় আট জনকেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দিল্লি এমস এবং সফদরজং হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাদের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় আট জনের। মৃতদের মধ্যে দুই মহিলা এবং দুই শিশু রয়েছে। নিহত শিশুদের মধ্যে এক জনের বয়স ৬ বছর এবং অপর জনের ৭ বছর।
এদিকে, শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টির জেরে রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দিল্লির সফদরজঙে ৭৮.৭ মিলিমিটার, প্রগতি ময়দানে ১০০ মিলিমিটার, লোধি রোড এলাকায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সূত্র: আনন্দবাজার
এআইএল/