ইনশাআল্লাহ, শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান

by hsnalmahmud@gmail.com

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, “ইনশাআল্লাহ, খুব শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি সরাসরি দেখা হবে।”

রবিবার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখে। এই আস্থার মূল্যায়ন করতে হলে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে যেতে হবে। আগামী বছর রমজানের আগেই নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ সম্পন্ন হবে বলে উল্লেখ করেন তিনি। তবে এর পরও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলেও জানান।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষের সর্বাত্মক সহযোগিতায় আমরা স্বৈরাচারকে বিদায় জানাতে সক্ষম হয়েছি।”

স্বৈরাচার সরকারের সমালোচনা করে তিনি বলেন, “তারা দেশের অর্থনীতি, স্বাস্থ্যখাত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধ্বংস করেছে। এগুলো পুনর্গঠনের দায়িত্ব বিএনপি নেবে এবং সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি।”

তিনি আরও বলেন, ক্ষমতায় এলে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষার আলো বিস্তার এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার উদ্যোগ নেওয়া হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দলকে জনগণের আরও কাছে নিতে হবে, তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে এবং তাদের নিয়েই কাজ করতে হবে।”

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222