সন্ত্রাসে ম্লান অন্তবর্তী সরকারের সাফল্য, নির্বাচনও ঝুঁকিতে: ইসলামী আন্দোলন

by hsnalmahmud@gmail.com

হাসিনার পতনের পর গঠিত অন্তবর্তী সরকারের কার্যক্রম নিয়ে নানা সমালোচনা থাকলেও দেশ সামগ্রিকভাবে সঠিক পথে রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। তবে সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে তিনি সতর্ক করেছেন। তার মতে, এই ব্যর্থতা সরকারের ইতিবাচক অর্জনগুলোকে ছাপিয়ে যাচ্ছে এবং যদি এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, আসন্ন নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়তে পারে।

শনিবার (১০ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিবাদী শাসনের সময় ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, কিন্তু এক বছর সময় যথেষ্ট ছিল এই বাহিনী পুনর্গঠনের জন্য। পুলিশের পোশাক পরিবর্তনসহ সামগ্রিক সংস্কারের কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি। ফ্যাসিবাদের সময় নিয়োগপ্রাপ্ত এবং অসহযোগী মনোভাবাপন্ন সদস্যরা এখনও বহাল রয়েছেন। কেবল অল্পসংখ্যক দাগী আসামীকে চাকরিচ্যুত করা হয়েছে। ফলে আইনশৃঙ্খলার উন্নতি ঘটেনি, বরং ব্যবসায়ী ও সাংবাদিক হত্যার মতো ভয়াবহ ঘটনা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
banner

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার উৎসবমুখর নির্বাচনের আশা বাস্তবায়ন নাও হতে পারে। তিনি উল্লেখ করেন, গতকাল ঢাকার নিউমার্কেটে দেশি অস্ত্রের বিশাল মজুদ উদ্ধার হয়েছে, যা নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোথায় আরও এমন অস্ত্রাগার রয়েছে তা নিয়েও প্রশ্ন উঠছে।

মাওলানা ইউনুস আহমাদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের পৃষ্ঠপোষক ভারত যে কতটা ভয়ংকর হতে পারে, তা সরকার উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। এই ভুল মূল্যায়নের ফল ভয়াবহ হতে পারে। সেনাবাহিনী মাঠে থাকলেও বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। তিনি সরকারের প্রতি আহ্বান জানান—দ্রুত ও জরুরি ভিত্তিতে সন্ত্রাস দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব শক্তি নিয়োগ করতে, অন্যথায় পরাজিত শক্তি নৃশংস মরণকামড় দিতে পারে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222