গাজাকে ভুলে যেও না, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াও: শহীদ সাংবাদিক আনাসের শেষ বার্তা

by hsnalmahmud@gmail.com

গাজায় ইসরায়েলি হামলায় শহীদ কাতারের আল জাজিরার বিশিষ্ট সাংবাদিক আনাস আল-শরীফের মৃত্যুর পর তার হৃদয়বিদারক শেষ বার্তা প্রকাশ করা হয়েছে।

রবিবার গাজা সিটির আল-শিফা হাসপাতালের প্রধান প্রবেশপথের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় আনাসসহ আল জাজিরার দুই সাংবাদিক ও তিন ক্যামেরা অপারেটর শহীদ হন। গাজার সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হাতে ২৩৭ জন সাংবাদিক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন
banner

আনাসের শেষ বার্তাটি তিনি গত ৬ এপ্রিল নিজের X অ্যাকাউন্টে লিখে রেখেছিলেন মৃত্যুর পর প্রকাশের জন্য। এতে তিনি লিখেছেন—

‘যদি আমার এই কথাগুলো তোমার কাছে পৌঁছায়, জেনে রেখো ইসরাইল আমাকে হত্যা করতে এবং আমার কণ্ঠস্বর স্তব্ধ করতে সফল হয়েছে। আমি যন্ত্রণার মধ্যে বেঁচে ছিলাম, শোক ও ক্ষতির স্বাদ পেয়েছি, তবুও সত্য প্রকাশে কখনো দ্বিধা করিনি।’

তিনি ফিলিস্তিনকে ‘মুসলমানদের মুকুটের রত্ন’ আখ্যা দিয়ে বিশ্ববাসীকে আহ্বান জানান, ‘আমি তোমাদের কাছে ফিলিস্তিন ও এর জনগণকে অর্পণ করছি। তাদের স্বাধীনতার সেতুবন্ধন হও, যেন কোনো শৃঙ্খল তোমাদের কণ্ঠরোধ করতে না পারে এবং কোনো সীমান্ত তোমাদের আটকাতে না পারে।’

বার্তায় তিনি স্ত্রী, সন্তান এবং মায়ের কথা উল্লেখ করে আবেগভরে বলেন, ‌‌‘আমি আমার মেয়েকে বড় হতে দেখার স্বপ্ন দেখেছিলাম, ছেলেকে শক্তিশালী হতে চেয়েছিলাম, কিন্তু সময় আমাকে সুযোগ দেয়নি। আমার মায়ের প্রার্থনাই ছিল আমার দুর্গ ও পথের আলো।’

শেষে বিশ্ববাসীর প্রতি তার অনুরোধ ছিল, ‌গাজাকে ভুলে যেও না, তোমাদের প্রার্থনায় আমাকে স্মরণ করো এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াও।’ সূত্র: জিও নিউজ

অনুবাদ: হাসান আল মাহমুদ 

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222