ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব পরা নারী শিক্ষার্থীর ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননা ও কটূক্তির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন (এ্যাক্ট)।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রতিনিধি উম্মে সালমা লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি জানান, তাদের বোন উম্মে সালমা, সাদিয়া আক্তার বর্ষা, মুনতাহা ঈশা ও নুসরাত জাহানের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে ছবি সংগ্রহ করে নোংরা ক্যাপশনসহ ছড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি কমেন্ট ও ইনবক্সে শতাধিক অশালীন মন্তব্য, জীবননাশ ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধের আন্দোলনে অংশ নেওয়ার কারণেই তারা এই অবমাননার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।
উম্মে সালমা বলেন, “ঢাবির হলগুলোতে রাজনৈতিক প্রভাবশালী দল যেভাবে গণরুম, গেস্টরুম ও সিট বাণিজ্য চালায়, তার বিরুদ্ধে আন্দোলনে সংহতি জানিয়েছিলাম। কিন্তু এর ফলস্বরূপ আমরা অকথ্য ভাষায় অনলাইন বুলিং, মানসিক হয়রানি ও ব্যক্তিগত ছবি ব্যবহার করে হেনস্তার শিকার হয়েছি।”
তিনি আরও বলেন, “এটি শুধু একটি ব্যক্তিগত দুর্ব্যবহার নয়, বরং ব্যক্তিগত স্বাধীনতা ও নারীর রাজনৈতিক অধিকার হরণের শামিল। ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত জীবনকে হুমকির মুখে ফেলার এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এ্যাক্টের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়, ভুক্তভোগী নারী শিক্ষার্থী এবং ইসলামিক ছাত্রী সংস্থার সদস্যদের ছবি নিয়ে কটূক্তি ও হেনস্তার ঘটনায় দ্রুত তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে ইসলামিক জীবনযাপনকারীদের রাজনৈতিক উদ্দেশ্যে ট্যাগ দিয়ে বুলিংয়ের প্রবণতা বন্ধ করতে হবে।
সংগঠনটি জোর দিয়ে বলে, ভবিষ্যতে এমন ঘটনার ক্ষেত্রে শুধু ক্ষমা প্রার্থনা নয়, বরং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে।
হাআমা/