বাংলাদেশ খেলাফত মজলিসের পল্লবী থানা কমিটি পুনর্গঠন

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের আওতাধীন পল্লবী থানার ২০২৫–২৬ সেশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাদ জোহর স্থানীয় একটি হোটেলে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদুল আলম সিদ্দিকী।

বিজ্ঞাপন
banner

বিদায়ী সভাপতি মুফতি আব্দুল আজিজ কাসেমীর সভাপতিত্বে ও মুফতি মাহবুবুর রহমান কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাবিবুর রহমান কাসেমী এবং প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদুল আলম সিদ্দিকী।

প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনের অতীত ইতিহাস ও অবদানের কথা উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস দেশ ও দ্বীনের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রধান বক্তা বলেন, আদর্শিক দৃঢ়তা, সুসংগঠিত কাঠামো ও কার্যকর নেতৃত্ব ছাড়া কোনো আন্দোলন টিকে থাকতে পারে না; তাই পল্লবী থানা কমিটির প্রত্যেককে সামাজিক নেতৃত্ব ও সাংগঠনিক বিস্তারে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সভায় আরো আলোচনা করেন কেন্দ্রীয় সদস্য মুফতি হাবিবুর রহমান কাসেমী, মহানগর উত্তরের সহ সভাপতি মাওলানা কামালুদ্দীন ফারুকী, মাওলানা উবাইদুল্লাহ বিন আব্দুল হাই, হাফেজ ইলিয়াস, মাওলা হাসীবুর রহমান, মাওলানা আহসানুল্লাহ কাসেমী, মাওলানা শুআইব, মাওলানা মিজানুর রহমান মাজহারী, মাওলানা ইবরাহীম জামীল, মাওলানা আনিসুর রহমান প্রমূখ। দুআ পরিচালনা করেন মহানগর উত্তরের সহসভাপতি মুফতি রুহুল আমিন।

সভায় মুফতি মাহবুবুর রহমান কাসেমীকে সভাপতি ও হাফেজ ইলিয়াসকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা এবং শপথ পাঠ করানো হয়।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222