ধানমন্ডি ৩২ নম্বরে মেজর ডালিমের সেই ভাষণ প্রচার

by hsnalmahmud@gmail.com

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে মেজর (অব.) শরীফুল হক ডালিমের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই ভাষণে ডালিমকে বলতে শোনা যায়—
‌‌‘আমি মেজর ডালিম বলছি, খন্দকার মোশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনী-দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ!’

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে খুন হন একদল সেনাসদস্যের হাতে।

এদিকে একই দিনে দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে মারধরের শিকার হয়েছেন এক রিকশাচালক। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি প্রায় ৪০০ টাকায় ফুল কিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গেলে উপস্থিত কিছু লোক তাকে ‘আওয়ামী লীগ, আওয়ামী লীগ’ বলে চিৎকার করতে থাকে। একপর্যায়ে এক ব্যক্তি তার হাত থেকে ফুলের তোড়া টেনে নিয়ে ছিঁড়ে ফেলেন। ফুলের তোড়ায় লেখা ছিল—“১৫ আগস্ট জাতীয় শোক দিবস।”

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222