চট্টগ্রামে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

by naymurbd1999@gmail.com

চট্টগ্রামের বাকলিয়ার এক্সেস রোডের আহাদ কনভেনশন হলের পেছনে একটি প্লাস্টিক ও ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। আগুনের তীব্রতা এত ভয়াবহ ছিল যে আশপাশের বাসাবাড়িতেও তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আড়াই ঘণ্টা কাজ করে ভোর ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ২টায় বাকলিয়ার আহাদ কনভেনশন হলের পেছনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। গার্মেন্টের ঝুট ও প্লাস্টিক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন বেড়ে আশপাশের কয়েকটি বাড়িঘর ও সড়কে ছড়িয়ে পড়ে।

মধ্যরাত থেকে আগুন লাগার ঘটনায় এলাকার বাসিন্দারা উদ্বেগ-উৎকণ্ঠায় ছিলেন। অনেকেই বাসাবাড়ি ছেড়ে সড়কে এসে আহাজারি করতে থাকেন। শুরুতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আগুনের তীব্রতা দেখে নয়টি ইউনিট আনা হয়। আশপাশে পানির উৎস না থাকায় ফায়ার সার্ভিসকে আগুন নির্বাপণে হিমশিম খেতে হয়। কারখানা দুটির মালিক কারা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222