ওয়াশিংটনে স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শিখদের বিক্ষোভ

by naymurbd1999@gmail.com

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে শিখ সম্প্রদায় ব্যাপক বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা ভারতীয় দূতাবাস ঘেরাও করে ‘ভারত মুর্দাবাদ’ ও ‘খুনি মোদি’ স্লোগান দেন।

শনিবার (১৬ আগস্ট) ডেইলি জং সূত্রে জানা গেছে, খালিস্তানের পতাকা হাতে থাকা শিখরা ভারতীয় জাতীয় পতাকা টুকরো টুকরো করে দূতাবাসের সামনে নিক্ষেপ করে। এ সময় ভীতসন্ত্রস্ত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা পুলিশ ডাকেন। পুলিশ ঘটনাস্থলে কয়েক ঘণ্টা অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

বিজ্ঞাপন
banner

খালিস্তান কাউন্সিলের প্রধান ড. সিন্ধু জানিয়েছেন, আগামীকাল ওয়াশিংটনে খালিস্তান রেফারেন্ডাম অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে হাজার হাজার শিখ ইতোমধ্যেই শহরে পৌঁছেছেন।

তিনি আরও দাবি করেন, ‘সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন ভারতীয় পাঞ্জাবকে স্বাধীন করে খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।’

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222