সুইডেনে মসজিদে গুলিবর্ষণ, ১ মুসল্লি নিহত, আহত ২

by naymurbd1999@gmail.com

সুইডেনের শহর ওরেব্রুতে জুমার নামাজ শেষে মসজিদের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় মুসল্লিরা মসজিদ থেকে বের হচ্ছিলেন।

শুক্রবার (১৫ আগস্ট) এক্সপ্রেস নিউজ সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে একজনের মৃত্যু হয়, আর দুইজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তবে পুলিশের পক্ষ থেকে দুইজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

তবে এখন পর্যন্ত হামলাকারীকে আটক করা যায়নি। পুলিশ জানিয়েছে, সে মসজিদকে লক্ষ্যবস্তু করেছিল নাকি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করেছিল তা স্পষ্ট নয়। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

এ ঘটনাকে সুইডেনে ক্রমবর্ধমান ইসলামফোবিয়া ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধের সাম্প্রতিক নজির হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে কোরআন অবমাননা, মসজিদের সামনে বিক্ষোভ এবং মুসলিমদের ওপর হামলার ঘটনা বেড়েছে।

মানবাধিকার সংস্থাগুলো সুইডিশ সরকারের কাছে দাবি জানিয়েছে, ঘৃণামূলক অপরাধ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

সূত্র: এক্সপ্রেস নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222