টঙ্গীবাড়ীতে পদ্মার ভয়াবহ ভাঙন, দিঘীরপাড়ে আতঙ্ক

by hsnalmahmud@gmail.com

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী দিঘীরপাড় বাজার পদ্মার শাখা নদীর ভয়াবহ ভাঙনে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। আকস্মিকভাবে শুরু হওয়া ভাঙনে ইতোমধ্যেই ১২টি দোকান নদীগর্ভে তলিয়ে গেছে এবং অন্তত চারটি ব্যবসা প্রতিষ্ঠানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার পর উজানের ঢল ও তীব্র স্রোতে পুরনো জিও ব্যাগ সরে গেলে রাত ৯টার দিকে ভাঙন শুরু হয়। মাত্র আধা ঘণ্টার মধ্যেই একটি পাটের গোডাউন ও একটি দোকান নদীতে বিলীন হয়ে যায়। আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে সরাসরি ঝুঁকির মুখে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় প্রশাসন জানায়, পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে নতুন করে জিও ব্যাগ ফেলা শুরু করেছে কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “হঠাৎ পানি বাড়ায় ভাঙন দেখা দিয়েছে, আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি।”

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আশিক সারোয়ার জানান, টঙ্গীবাড়ী-লৌহজং এলাকায় ১৭ কিলোমিটার দীর্ঘ স্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলছে, যার প্রায় ৬০ শতাংশ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি থাকলেও স্থায়ী বাঁধ পুরোপুরি বাস্তবায়ন হয়নি। পাশাপাশি নদীতে অবৈধভাবে ড্রেজিং চললেও তাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী দিঘীরপাড় বাজারে এক হাজারের বেশি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। হঠাৎ শুরু হওয়া এ ভাঙনে পুরো বাজার এখন মারাত্মক ঝুঁকির মুখে, যা স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে।

বিষয়টি নজরে নিয়ে স্থানীয় উপজেলা প্রশাসক পরিদর্শনে আসেন। এসময় তিনি জানান, সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষে গ্রহণ করেছে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222