লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা: হাসনাত আব্দুল্লাহ

by hsnalmahmud@gmail.com

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যাকে গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপ্রধান করা হয়েছে, তিনি লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল যে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করছেন। তিনি আরও মন্তব্য করেন, ওইদিন লন্ডনে তিনি সরকারকে ‘বেচে’ দিয়েছেন।

বিজ্ঞাপন
banner

হাসনাত আব্দুল্লাহ মিডিয়া ও প্রশাসনকে নিয়ে বলেন, ‘মিডিয়া এখন রাজনৈতিক দলের কাছে বিক্রি। সচিবালয়ে ৫টায় অফিস শেষ হলেও ৪টা থেকেই গুলশান ও পল্টনে লাইন দেওয়া শুরু হয়।’

একই সভায় তিনি অভিযোগ উত্থাপন করেন যে, কোনো রাজনীতিবিদ দাবি করেছেন তারা এনসিপি থেকে টাকা নিয়েছে। হাসনাত চ্যালেঞ্জ করে বলেন, “যদি কেউ প্রমাণ দিতে পারে যে আমাদের কাছে থেকে টাকা নেওয়া হয়েছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দেব।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের টাইমলাইন নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। তবে রুলস অব দ্য গেম পরিবর্তন ছাড়া নির্বাচন হতে হবে এবং অবশ্যই গণপরিষদ নির্বাচন হবে।”

পুরনো সংবিধানকে ফ্যাসিবাদের পাঠ্যবই হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজন। কেউ ভাববে নতুন রাজনৈতিক দলকে আসন দিয়ে কিনে নেওয়া যাবে, তা হবে না। আমরা বিক্রি হতে আসিনি।’

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222