রাসুল সা. কে নিয়ে কটূক্তি, হাবিপ্রবি শিক্ষার্থী দীপু রায়ের শাস্তির দাবিতে মানববন্ধন

by amirulislamluqman20@gmail.com

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণিত বিভাগের শিক্ষার্থী দীপু রায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তার দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শুরু হয়ে এই কর্মসূচি প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন
banner

মানববন্ধনে বিক্ষোভকারীরা বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ ধরনের মন্তব্য মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং সমাজে বিভেদ তৈরি করে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযুক্তের স্থায়ী বহিষ্কার এবং এ ধরনের অপরাধে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এদিকে, গত ১৪ আগস্ট দীপু রায়ের ব্যক্তিগত কথোপকথনের কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। চারিদিকে সমালোচনা শুরু হয়।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222