পিতার জীবন বাঁচাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি কাশ্মীরি নেতার কন্যার আহ্বান

by amirulislamluqman20@gmail.com

কাশ্মীরি হুরিয়তপন্থী নেতা ইয়াসিন মালিকের ১৩ বছর বয়সী কন্যা রজিয়া সুলতানা বিশ্ব সম্প্রদায়ের কাছে তার বাবার জীবন রক্ষার জন্য জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

রবিবার (১৭ আগস্ট) জিও নিউজ সূত্রে জানা গেছে, এক ভিডিও বার্তায় রজিয়া অভিযোগ করেন, কাশ্মীরের স্বাধীনতার আওয়াজ তোলার কারণে ভারত সরকার তার বাবাকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে। রজিয়া বলেন, আমি আমেরিকা, চীন, জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে অনুরোধ করছি, দয়া করে হস্তক্ষেপ করে আমার বাবার জীবন বাঁচান।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিক বর্তমানে ভারতের কারাগারে আজীবন সাজা ভোগ করছেন। তাকে ২০১৯ সালে শ্রীনগরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

ইয়াসিন মালিকের পরিবারের অভিযোগ, আটকাবস্থায় মালিককে একাধিকবার নির্যাতন করা হয়েছে, যার কারণে তার শারীরিক অবস্থা গুরুতরভাবে অবনতি ঘটে, যার ফলে কর্তৃপক্ষকে বাধ্য হয়ে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

ভারতীয় কর্তৃপক্ষ সম্প্রতি ৩৪ বছর পুরনো একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

সূত্র: জিও নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222