ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ভারইল গ্রামে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন জামায়াত নেতা এবং ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, নিরপরাধ মানুষের ঘরে আগুন দেয়া মানবতাবিরোধী কাজ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন যশরা ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, বারবাড়িয়া ইউনিয়ন সভাপতি আরিফুল হক, রাওনা ইউনিয়ন সভাপতি ফরিয়াদ হোসেন, গফরগাঁও প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল আনসারী ও উপজেলা জামায়াতের বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এনআর/