জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ শীর্ষ পাঁচ নেতার বিরুদ্ধে জারি করা কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে দলটি।
শনিবার এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে পৃথকভাবে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। তারা দপ্তরের মাধ্যমে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে লিখিত জবাব দেন।
নেতাদের জবাব পর্যালোচনায় দেখা যায়, তাদের কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলার কোনো ব্যত্যয় ঘটেনি। ফলে আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে শোকজ নোটিশ প্রত্যাহার করে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করা হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান’ দিবসের প্রথম বর্ষপূর্তিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালে তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। তখন বিষয়টি নিয়ে দলীয় মহলে আলোচনা সৃষ্টি হলে তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়।
হাআমা/