কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে

by amirulislamluqman20@gmail.com

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ‘সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের’ অভিযোগে দায়ের করা পল্টন থানার মামলায় দণ্ডিত কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন বাবুল। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বিজ্ঞাপন
banner

শহিদুল ইসলাম বাবুলের আইনজীবী সাদেকুল ইসলাম ভুঁইয়া বলেন, আমরা উচ্চ আদালতে তার জামিন আবেদন করব। আশা করছি, আদালত তার জামিন মঞ্জুর করবেন।

২০২৩ সালের ২৩ নভেম্বর শহিদুল ইসলাম বাবুলকে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে গুলশান যাওয়ার পথে দলের নেতাকর্মীরা পল্টন এলাকায় সরকারবিরোধী স্লোগান দেয়। ভিআইপি রোড বন্ধ করে ‘ভাঙচুরের চেষ্টা’ চালায়। ওই ঘটনায় পল্টন মডেল থানায় মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান।

এ মামলার বিচারক কার্যক্রম শেষে ২০২৩ সালের ২৩ নভেম্বর রায় ঘোষণা করেন আদালত।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222