নাইজেরিয়ার সোকোতো রাজ্যে নৌকাডুবিতে ৪০ যাত্রী নিখোঁজ

by amirulislamluqman20@gmail.com

নাইজেরিয়ার সোকোতো অঙ্গরাজ্যে আরেকটি নৌকাডুবির ঘটনায় ৪০ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসন এবং জরুরি সেবা সংস্থাগুলো তৎপর।

সোমবার (১৮ আগস্ট) এক্সপ্রেস নিউজ সূত্রে জানা গেছে, নিহত বা নিখোঁজদের সংখ্যা সম্পর্কে ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, নৌকায় মোট ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নৌকাটি জনপ্রিয় গোরনিও বাজারে যাত্রী বহন করছিল, হঠাৎ করে নৌকাটি উল্টে যায়। স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা অনুযায়ী, দুর্ঘটনার পেছনে নৌকাটির অতিরিক্ত বোঝাই থাকার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নাইজেরিয়ায় এ ধরনের নৌকাডুবির ঘটনা নতুন নয়। গত মাসে নাইজার অঙ্গরাজ্যে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিহত এবং ডজনখানেক নিখোঁজ হয়েছিলেন।

উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে এবং স্থানীয় প্রশাসন নিখোঁজদের সন্ধানে তৎপর রয়েছে।

সূত্র: এক্সপ্রেস নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222