অস্ট্রেলিয়ার সরকার সোমবার (১৮ আগস্ট) ডানপন্থী ইসরায়েলি রাজনীতিক, প্রচণ্ড ইসলামবিদ্বেষী সমচা রুথমিনের ভিসা বাতিল করেছে। রুথমিন অস্ট্রেলিয়ান জিউিশ অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে যাচ্ছিলেন।
সোমবার (১৮ আগস্ট) আল আরাবিয়া সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, আমাদের দেশ ‘বিভাজন সৃষ্টির জন্য আগত’ ব্যক্তিদের অনুমতি দেবে না। তিনি বলেন, ‘যদি আপনি ঘৃণা ও বিভাজনের বার্তা ছড়ানোর জন্য অস্ট্রেলিয়া আসেন, আমরা আপনার আগমন প্রত্যাশা করি না। অস্ট্রেলিয়া এমন একটি দেশ যেখানে প্রত্যেকে নিরাপদ বোধ করবে।’
ভিসা বাতিল হওয়ায় রুথমিন আগামী তিন বছর অস্ট্রেলিয়া সফর করতে পারবেন না।
এদিকে, সরকারের সিদ্ধান্তের পর অস্ট্রেলিয়ান জিউিশ অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ রবার্ট গ্রেগরি বলেন, রুথমিনের সফরের উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের প্রতি সমর্থন প্রকাশ করা। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সফরটি কোনোভাবেই মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাসমূহের সঙ্গে সম্পর্কিত ছিল না।’
গ্রেগরি আরও বলেন, ভিসা বাতিলকে তিনি ‘নৃশংস ইহুদিবিদ্বেষমূলক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন এবং অস্ট্রেলীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তারা ইহুদি সম্প্রদায় ও ইসরায়েলকে লক্ষ্যবস্তু করার এক ধরনের আগ্রহে রয়েছে।
সূত্র: আল আরাবিয়া
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/