শত্রু নয় অংশীদার হোন, ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী

by amirulislamluqman20@gmail.com

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন ও ভারত একে অপরকে শত্রু বা হুমকি হিসেবে নয়, বরং অংশীদার হিসেবে দেখা উচিত।

মঙ্গলবার (১৯ আগস্ট) এক্সপ্রেস নিউজ সূত্রে জানা যায়, তিনি এই মন্তব্য করেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সময়। তিন দিনের সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন ওয়াং ই। সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

ওয়াং ই বলেন, দুই দেশকে সঠিক কৌশলগত বোঝাপড়া গড়ে তুলতে হবে এবং পারস্পরিক সহযোগিতা ও লাভজনক নীতির ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে হবে।

অন্যদিকে, বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, কঠিন সময় অতিক্রমের পর ভারত ও চীন সম্পর্ককে ইতিবাচক পথে এগিয়ে নিতে চায়। তিনি জোর দিয়ে বলেন, মতপার্থক্য যেন দ্বন্দ্বে রূপ না নেয় এবং প্রতিযোগিতা যেন সংঘাতে পরিণত না হয়।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ও বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনা বৃদ্ধির পর ভারত ও চীন সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহে ইসলামাবাদও সফর করবেন। এদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ মাসেই চীন সফরে যেতে পারেন।

সূত্র: এক্সপ্রেস নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222