বিজেপির ইশারায় কাজ করছে নির্বাচন কমিশন: অখিলেশ যাদব

by amirulislamluqman20@gmail.com

ভারতের সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি অখিলেশ যাদব অভিযোগ করেছেন যে, ভারতের নির্বাচন কমিশন বিজেপির ইশারায় কাজ করছে।

সোমবার (১৮ আগস্ট) জাদিদ খবর সূত্রে জানা গেছে, অখিলেশ যাদব বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে উত্তরপ্রদেশে কোনো কর্মকর্তাকে অভিযোগের ভিত্তিতে বদলি করা হয়নি। অথচ সমাজবাদী পার্টির সরকার থাকাকালে নির্বাচনের সময় বহু কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর মানে হলো নির্বাচন কমিশন বিজেপির কথাকেই বেশি গুরুত্ব দেয়। আমরা অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। নির্বাচন কমিশন বিজেপির নির্দেশেই চলছে।

বিজ্ঞাপন
banner

অখিলেশ যাদব অভিযোগ করেন, বিজেপির ছবরামউ আসনের বিধায়ক নিজের বুথে ৪০০ ভুয়া ভোট বানিয়েছিলেন। নির্বাচন কমিশনের উচিত ছিল খতিয়ে দেখা, কেন বিজেপির নেতারা নিজেদের বুথে অতিরিক্ত ভোট তৈরি করছে। তিনি আরও বলেন, সমাজবাদী পার্টি সাধারণ নির্বাচন থেকে শুরু করে উপনির্বাচন পর্যন্ত বহু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে অনেক কর্মকর্তার বদলি হয়েছিল, অথচ ২০১৯ সালের লোকসভা, ২০২২ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অভিযোগ সত্ত্বেও একজন কর্মকর্তারও বদলি হয়নি।

তিনি জানান, ২০১৪ সালের লোকসভা ও ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগে যে কর্মকর্তাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ তুলেছিল, তাদের তৎক্ষণাৎ বদলি করা হয়েছিল। কিন্তু বিজেপি সরকারে এসে বিরোধীরা যত অভিযোগই তুলুক, কর্মকর্তাদের সরানো হয়নি। এ সংক্রান্ত সব নথি দলটির কাছে রয়েছে।

অখিলেশ যাদব আরও বলেন, উত্তরপ্রদেশের সাম্প্রতিক উপনির্বাচনে এমন ঘটনা ঘটেছে যা আগে কখনও দেখা যায়নি। এটি ভোট চুরি নয়, বরং ভোট ডাকাতি ছিল। তিনি প্রশ্ন তোলেন, ‘কে ভেবেছিল পুলিশই ভোট দেবে? কিন্তু দেখা গেল পুলিশ সাধারণ পোশাক পরে ভোট কাস্ট করেছে।’

তার দাবি, যে আসনে ২০২২ সালের নির্বাচনে বিজেপি হেরেছিল, সেই উপনির্বাচনে কীভাবে দলটি হঠাৎ ৭৭ শতাংশ ভোট পেল?

সূত্র: জাদিদ খবর

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222