বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন— “কেবল ভালো ফল করলেই যথেষ্ট নয়, আদর্শ ও নৈতিকতার মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার জন্য প্রত্যেককে সৎ, মেধাবী ও দায়িত্বশীল নাগরিক হতে হবে।”
অনুষ্ঠানে বরিশাল মহানগর ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
এনআর/