গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন।
সেতুটি চালু হওয়ায় ঢাকার সঙ্গে গাইবান্ধার দূরত্ব কমেছে অন্তত ১০০ কিলোমিটার। বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) অর্থায়নে নির্মিত এ সেতুতে ব্যয় হয়েছে প্রায় ৯২৫ কোটি টাকা।
দুটি লেনবিশিষ্ট প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার এ সেতুর দৈর্ঘ্য ১৪৯০ মিটার ও প্রস্থ ৯.৬০ মিটার। মোট স্প্যান সংখ্যা ৩১টি।
সেতুটি চালু হওয়ার ফলে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এর ফলে সময় ও খরচ সাশ্রয় হবে, শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট ও মাঝারি শিল্প-কারখানা প্রতিষ্ঠায় নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
হাআমা/