বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাবকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বুধবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, সমকামী সাফওয়ান চৌধুরি রেবিল ধর্ম ও সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দুই বিশিষ্ট ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।
হেফাজত মহাসচিব আরো বলেন, ‘সরোয়ার ও আসিফ দেশের চিন্তাশীল সমাজে সুপরিচিত। তাদের প্রতি এই ধরনের হুমকি মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।’
তিনি অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এ সময় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এআইএল/