অগস্ট ১৯ উপলক্ষে আফগানিস্তানের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়া সরকার প্রতিবেশী দেশ, অঞ্চল ও বৈশ্বিক শক্তিগুলিকে সতর্ক করে জানিয়েছে যে আফগানিস্তান কারো প্রতি খারাপ মনোভাব রাখে না।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেন, ‘আমরা ইসলামী শরীয়াহ অনুযায়ী সকলের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চাই। আফগানিস্তানের প্রতি কোনো খারাপ উদ্দেশ্য ত্যাগ করুন; আমরা কারো ক্ষতি করতে চাই না।’
পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী দেশটির ঐক্য এবং শক্তিশালী ব্যবস্থার কথা উল্লেখ করেন। তারা বলেন, যারা আফগানিস্তান পুনরায় দখলের স্বপ্ন দেখছে, তাদের আফগানদের অতীত সংগ্রামের কথা মনে রাখা উচিত।
মুল্লা আব্দুল গানি বারাদার বলেন, ‘যারা আফগানিস্তানের প্রতি ক্ষতিকর উদ্দেশ্য রাখে, তারা জানুক আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি এবং আমাদের নিজস্ব হিসাব আছে। আফগানিস্তানের ইতিহাস থেকে শিক্ষা নিন।’
আব্দুল হক ওয়াসিকও জানান, ‘ইমারাতে ইসলামিয়া সরকার এবার স্থায়ী ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং কেউ এর পতনের স্বপ্ন দেখুক না।’
উল্লেখ্য, অগাস্ট ১৯ দিনটি আফগান স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা দিবস হিসেবে গত ১০৫ বছর ধরে বিভিন্ন শাসনকালে পালন হয়ে আসছে। সূত্র: টোলো নিউজ
অনুবাদ: হাসান আল মাহমুদ
হাআমা/