গাজায় অব্যাহত আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ছাড়িয়ে ৪৬ হাজার। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। প্রতিনিয়ত ইসরাইলি বোমার আঘাতে ধ্বংস্তূপে পরিণত হয়েছে গাজার হাজার হাজার বসতবাড়ি অবকাঠোমো। চরম ক্ষুধা আর মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে হাজারো মানুষ। যুদ্ধ অন্যান্য মৌলিক চাহিদার মতো ধ্বংস করেছে এই ভূখণ্ডের সমগ্র শিক্ষাব্যবস্থাকে।
রোববার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামিক বিশ্বে মেয়েদের শিক্ষা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া ভাষণে একথা জানান শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই।
গত শনিবার শুরু হওয়া এ সম্মেলনে অংশ নেন বিশ্বের কয়েকটি দেশের প্রতিনিধিরা। এ সময় তিনি বলেন, ইসরাইল গাজা ভূখণ্ডের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলা চালিয়েছে, ৯০ শতাংশেরও বেশি স্কুল ধ্বংস হয়েছে , প্রাণ বাঁচাতে স্কুল ভবনে আশ্রয় নিয়েছে লাখো বেসামরিক নাগরিক। সেখানেও রেহাই মিলছে না তাদের। রাতের আধারে সেসব স্কুল ভবনে বোমা হামলা চালাচ্ছে ইসরাইলি বর্বর বাহিনী।
সম্মেলনে তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করে গাজায় ইসরাইলের অব্যাহত আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে যাবেন তিনি।
‘এই যুদ্ধে ফিলিস্তিনি শিশুরা তাদের জীবন এবং ভবিষ্যৎ হারিয়েছে। মেয়েদের স্কুলে বোমা হামলা, তাদের পরিবারকে হত্যা করা সব কিছুই একটি কন্যাশিশুর শিক্ষাসহ ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এমনটাই বলেন নোবেলজয়ী মালালা।