নতুন করারোপ জনজীবনে দুর্বিষহ অবস্থার সৃষ্টি করবে: খেলাফত মজলিস

by Kausar Labib

শতাধিক পণ্যের উপর অতিরিক্ত ভ্যাট আরোপ ও টিসিবির পণ্য বিক্রয় বন্ধে উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস।

এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গত বৃহস্পতিবার রাতে দু’টি অধ্যাদেশের মাধ্যমে সরকার শতাধিক পণ্য ও সেবার আমদানি, উৎপাদন ও সরবরাহ পর্যায়ে মূল্য সংযোজন কর-ভ্যাট, সম্পূরক ও আবগারি শুল্ক বাড়িয়েছে। এতে করে ইন্টারনেট ব্যবহার, এলপি গ্যাস সহ প্রয়োজনীয় অনেক পণ্য ও সেবাখাতে ব্যয় বৃদ্ধি পাবে। মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে জনজীবনে দুর্বিষহ অবস্থার সৃষ্টি হবে।

বিজ্ঞাপন
banner

মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর অন্যায্য শর্ত পূরণে সরকার জনগণের উপর নতুন করে এই করের বোঝা চাপিয়েছে। আমরা এই কর বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছি। সরকারি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।

টিসিবির উদ্যোগে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় বাড়াতে হবে। সামনে রমজান মাসকে কেন্দ্র করে সরকারি এই ঘোষণা সংখ্যাগরিষ্ঠ মানুষকে কষ্ট দিবে। সরকারের উচিত রাজস্ব আয় বৃদ্ধির জন্য কর ফাঁকি বন্ধ করা, পাচারকৃত অর্থ দ্রুত ফেরত আনা, দুর্নীতিবাজদের থেকে উদ্ধারকৃত অর্থ ও সম্পদকে কাজে লাগানো, একাধিক বাড়ী ও গাড়ীর ক্ষেত্রে কর পুনর্বিন্যাস করা।

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222