বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানা শাখার ২০২৫ সেশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) মজলিসে আমেলা সদস্যদের মূল্যায়নের ভিত্তিতে দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন নারায়ণগঞ্জ মহানগরীর সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান।
থানা শাখার ২০২৫ সেশনের কমিটিতে মাওলানা আল আমিন মাহমুদকে সভাপতি, শাহ আলম জিমাম ও মাওলানা রকিব মাহমুদীকে সহ-সভাপতি মনোনিত করা হয়েছে।
অনুষ্ঠানে মেহমান ছিলেন যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি ডা আল-আমিন রাকিব।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাবেক মজলিসে আমেলা সদস্য হাফেজ শরিফুল হাদান, সদস্য মুহাম্মদ ওসমান গনী, মাওলানা আল আমিন মাহমুদ, সংগঠন বিভাগের সম্পাদক জাবেদ আলী, বাইতুল মাল সম্পাদক রিদয়, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মো. সাদ প্রমুখ।
এমএনএকে/