গাজায় যুদ্ধবিরতি দখলদার ইসরাইলের বিপর্যয়: ইরানি জেনারেল

by Kausar Labib

৩৬নিউজ প্রতিবেদক>>

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি দখলদার ইসরাইলের জন্য একটি বড় পরাজয় হয়ে দাঁড়িয়েছে। তার মতে, এটি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের বিজয় এবং দখলদার ইসরাইলের চরম দুর্বলতার চিহ্ন।

বিজ্ঞাপন
banner

রোববার (১৯ জানুয়ারি) তেহরানে এক অনুষ্ঠানে তিনি দখলদার ইসরাইলকে কটাক্ষ করে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ফিলিস্তিন ও লেবাননের জনগণের ওপর ১৫ মাস ধরে চলা নৃশংসতার পর ইসরাইলের সরকারকে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য করা হয়েছে।”

তিনি আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি ইহুদিবাদী শাসকদের ‘দুঃখজনক সময়’ হিসেবে চিহ্নিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। দখলদার ইসরাইলি সরকারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং এতে ফিলিস্তিনিদের দীর্ঘদিনের দাবিগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

ধ্বংসস্তুপে বসে আছে অসহায় এক ফিলিস্তিনি মা -ছবি: আল জাজিরা

জেনারেল কানি দাবি করেন, দখলদার ইসরাইলি সরকার এই চুক্তির মাধ্যমে তাদের জীবনের সবচেয়ে বড় পরাজয় স্বীকার করেছে, যা শিগগিরই স্পষ্ট হবে।

সূত্র: তেহরান টাইমস

এমএনএএস/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222