আবদুর রহমান জামী>>
মরহুম আব্দুস সোবাহান চৌধুরী ও আজিজুন নেছা চৌধুরীর স্মরণে সুনামগঞ্জের শান্তিগঞ্জে কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় দরগাপাশায় (খছদ্দরপুর) সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে এ অনুষ্ঠানেরর আয়োজন করা হয়।
দরগাপাশার বিশিষ্ট মুরব্বি আনহার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং মাওলানা মামুনুর রশীদ ও আবদুর রহমান জামীর পরিচালনায় প্রতিযোগিতায় স্থানীয় ৫টি মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন নজিপুর মিরপুর জামে মসজিদের ইমাম মাওলানা নূর আলী, জগন্নাথপুর আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনিস্টিটিউটের সিনিয়র শিক্ষক হাফেজ আসাদুজ্জামান এবং হেফজ বিভাগের প্রধান মাওলানা সৈয়দ হাবিব আহমদ।
কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রসুলপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র ছাব্বির আহমদ। দ্বিতীয় স্থান লাভ করেন দরগাপাশা হাফিজিয়া মাদরাসার ছাত্র তাজিম উদ্দিন এবং তৃতীয় স্থান অর্জন করেন সলফ হাফিজিয়া মাদরাসার ছাত্র আবু জাফর মুহাম্মদ মাহফুজ।
হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হযরত আবু বকর সিদ্দিক রা. জামে মসজিদ মক্তবের ছাত্র মাশহুদ হাসান।
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লন্ডন প্রবাসী আলহাজ এমদাদ হোসেন চৌধুরী ও তার পরিবার। অনুষ্ঠান শেষে হজরত আবু বকর রা. জামে মসজিদের মোতাওয়াল্লি মামুন আহমদ চৌধুরী দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এমএনএএস/