দুই জেলায় বইছে শৈত্যপ্রবাহ, সারাদেশে কমতে পারে তাপমাত্রা

by Kausar Labib

দেশের উত্তরের দুই জেলা সিরাজগঞ্জ ও পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কিছু স্থানে দুপুর পর্যন্ত থাকতে পারে।

শুক্রবার (২৪ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহের কারণে সারাদেশে শীতের অনুভূতি বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন
banner

এছাড়া, আগামীকাল শনিবার (২৫ জানুয়ারি) থেকে সারাদেশে তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এবং এই অবস্থা রবিবার (২৬ জানুয়ারি) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে, দেশের বিভিন্ন অঞ্চলে শীত আরও প্রকট হতে পারে।

ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগে ব্যাঘাত ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী পূর্বাভাস অনুসারে, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে সারা দেশের আবহাওয়া।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222