মায়ের জানাজা পড়তে গিয়ে ছেলেরও মৃত্যু

by Kausar Labib

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মায়ের জানাজায় অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে পূর্ব ফতেপুর উপজেলার নান্দুরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। মৃত্যুর পর মা ও ছেলেকে একসঙ্গে দাফন করা হয়।

মারা যাওয়া কৃষকের নাম ইয়াছিন প্রধান (৬২)। তাঁর বাড়ি উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি গ্রামে। তিনি এক ছেলেসন্তানের বাবা। চার ভাই ও তিন বোনের মধ্যে ইয়াছিন সবার বড় ছিলেন। তিনি এলাকায় কৃষিকাজ করতেন।

বিজ্ঞাপন
banner

ইয়াছিন প্রধানের ছেলে সায়মন হোসেন বলেন, একই দিন তাঁর বাবা ও দাদির মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে। এক দিনে দুজনের মৃত্যু মেনে নেওয়া কঠিন। তবু মানতে হচ্ছে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে নান্দুরকান্দি গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে ইয়াছিন প্রধানের মা আনোয়ারা বেগম (৮২) মারা যান। মায়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন ইয়াছিন। মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে শারীরিকভাবে ইয়াছিনও অসুস্থ হয়ে পড়েন।

গতকাল রাত আটটার দিকে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে আনোয়ারা বেগমের জানাজার আয়োজন করা হয়। জানাজায় অংশ নিতে অন্য মুসল্লিদের সঙ্গে কাতারে দাঁড়ান ইয়াছিন প্রধান। জানাজা শুরুর আগে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে চেতনা হারিয়ে ফেলেন। স্বজন ও স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলার বেসরকারি সুজাতপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে গতকাল রাতেই মায়ের কবরের পাশে ইয়াছিনের লাশ দাফন করা হয়।

হাসপাতালটির চিকিৎসকের বরাত দিয়ে ইয়াছিন প্রধানের ছোট ভাই মো. বাবর আরিফ বলেন, স্ট্রোক করে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। তাঁর ভাই মাকে খুব ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। মায়ের মৃত্যু তিনি স্বাভাবিকভাবে নিতে পারেননি। মায়ের শোকে অসুস্থ হয়ে পড়ে তাঁর ভাইও মারা গেলেন।

ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী বলেন, ‘এটা খুবই মর্মান্তিক ঘটনা। ইয়াছিন প্রধানের ছোট ভাই বাবর আরিফ সমাজে দীর্ঘদিন ধরে অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে আসছেন।’

মৃত্যুকালে ইয়াছিন প্রধান তার স্ত্রী, ১ ছেলে, ৪ ভাই, ৩ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এশার নামাজের পর মা আনোয়ারা বেগম ও ছেলে ইয়াছিন প্রধানকে একই কবরস্থানে দাফন করা হয়।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222