বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ দিতে চায় চীন

by Kausar Labib

চীন বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ দিতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে গাজীপুরের শফিপুর বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।

বিজ্ঞাপন
banner

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশেই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে আমাদের৷’

জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের পাশে থাকার অঙ্গীকার করে ইয়াও ওয়েন বলেন, ‘দুদেশের সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের উন্নয়নের বিশ্বস্ত ও স্থায়ী সহযোগী হতে চায় চীন।’

এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার। চীনের বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা বাংলাদেশের মানুষকে আধুনিক উৎকর্ষতা অর্জনে সহায়তা করেছে।’

চীনের কাছ থেকে চাওয়া-পাওয়ার অনেক কিছু রয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘চীন ও জামায়াতে ইসলামী মানুষদের পাশে ছিল, পাশে রয়েছে এবং পাশে থাকবে৷’

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222