অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ ৩ বছরের পক্ষে তরুণরা: জরিপ

by Kausar Labib

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক দলগুলোতে নানা বক্তব্য রয়েছে। তবে যাদের হাত ধরে অভ্যুত্থান হয়েছে, সেই তরুণদের অধিকাংশ বলছেন, বর্তমান অস্থায়ী সরকারের মেয়াদ এক থেকে তিন বছর হওয়া উত্তম।

সমসাময়িক বাংলাদেশে যুব সমাজের অবস্থান, ভাবনা ও প্রত্যাশা জানার জন্য সরাসরি ও অনলাইলে এই জরিপ করেছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)। ‘ইয়ুথ ম্যাটার্স সার্ভে’ শীর্ষক এই জরিপের ফলাফল সোমবার রাজধানীর মহাখালীতে সংস্থাটির প্রধান কার্যালয়ে প্রকাশ করা হয়। ফলাফল তুলে ধরেন বিওয়াইএলসি’র রিসার্চ, মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন ম্যানেজার আবুল খায়ের সজীব।

বিজ্ঞাপন
banner

দেশের ২৩টি জেলায় সরাসরি ১ হাজার ৫৭৫ জন তরুণ-তরুণী জরিপে সরাসরি অংশ নেন। এছাড়া অনলাইনে অংশ নেন ১ হাজার ৬৬৩ জন।

বিওয়াইএলসি প্রতি পাঁচ বছর অন্তর বিশেষত জাতীয় নির্বাচনের আগে এই জরিপ পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও জরিপের ফলাফল প্রকাশ করে। কিন্তু জুলাই-আগস্ট আন্দোলনের ফলশ্রুতিতে যে পরিবর্তিত পরিস্থিতির তৈরি হয়েছে তাতে তরুণরা আগামীর বাংলাদেশ গঠনে কোন কোন বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে তা তুলে ধরাই এই বছরের জরিপের মুল উদ্দেশ্য বলে জানিয়েছেন গবেষকেরা।

গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে এই জরিপ পরিচালনা করা হয়। জরিপে তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, জলবায়ু পরিবর্তন, ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসন, তথ্য ও দৃষ্টিভঙ্গি এবং অভিপ্রয়াণ বিষয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়।

জরিপের তথ্য অনুযায়ী, পতিত আওয়ামী লীগ আমলের চেয়ে বর্তমানে পাবলিক প্ল্যাটফর্মে নিজেদের মতামত প্রকাশে স্বাচ্ছন্দ্যবোধ করেন বেশিরভাগ তরুণ-তরুণী। শতকরায় যায় ৭৮ শতাংশ। ৪৬ দশমিক ১৫ শতাংশ তরুণ-তরুণী মনে করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ ১ থেকে ৩ বছর হওয়া উচিত। এর মধ্যে সরাসরি জরিপে এই মত দেন ৪১ দশমিক ৪ শতাংশ ও অনলাইনে একই মত দেন ৫০ দশমিক ৯ শতাংশ।

এতে আরও বলা হয়, সরাসরি জরিপে অংশ নেয়া ২১ শতাংশ ও অনলাইনে অংশ নেওয়া ৫৪ শতাংশ তরুণ নিশ্চিত নন যে বাংলাদেশে শান্তি শৃঙ্কলা বিরাজ করছে কিনা। অপরদিকে, সরাসরি জরিপে ২৫ শতাংশ তরুণ নারীরা নিরাপদ নয় বললেও অনলাইনে এই হার ৭০ শতাংশ মনে করে যে বর্তমান বাংলাদেশে মেয়ে ও নারীরা নিরাপদ বোধ করতে পারছে না।

জীবিকার মাধ্যম হিসেবে বাংলাদেশি তরুণদের মধ্যে উদ্যোক্তা হবার মানসিকতা দিন দিন বাড়ছে। উভয় মাধ্যমে ৫২ শতাংশ তরুণ ভবিষ্যৎ পেশা হিসেবে উদ্যোক্তা হতে চেয়েছেন।

বিওয়াইএলসি’র অফিস অব প্রফেশনাল ডেভেলপমেন্ট’র ডেপুটি ম্যানেজার আহসান হাবিব বলেন, ‘সার্ভে দেখিয়েছে যে যুব সমাজ রাজনৈতিক দলে সংস্কার দাবি করছে, প্রচলিত পদ্ধতিগুলো প্রত্যাখ্যান করছে এবং রাজনৈতিক ব্যবস্থায় অর্থবহ পরিবর্তন চাইছে। তারা শুধু পরিবর্তন চায় না, তারা পরিবর্তনের অংশ হতে চায়, এবং বিওয়াইএলসি সবসময় তাদের মূল্যবোধ, দক্ষতা, এবং মানসিকতায় উন্নত করতে পাশে থাকবে।’

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222