তিতুমীর কলেজ আলাদা বিশ্ববিদ্যালয় হবে না: শিক্ষা উপদেষ্টা

by Kausar Labib

শুধু তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে আলাদা গুরুত্ব দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় হবে না জানিয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির কোনো যৌক্তিকতা নেই। আমরা চিন্তা করছি সাতটি কলেজকে একত্রিত করে একটি বিশ্ববিদ্যালয়ের মতো করা যায় কিনা। এ নিয়ে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে।

রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

কলেজের শিক্ষার্থীরা সময় বেঁধে দিয়ে যে আন্দোলন করছে সেটি ঠিক নয় মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার দাবি-দাওয়া মানতে আসিনি। আমরা কিছু সংস্কার কাজ করছি। সেখানে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করা যৌক্তিক নয়।

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরও বলেন, ছাত্ররা আন্দোলন করে ভালো, কিন্তু তাদের তো পড়ালেখা করতে হবে। পরীক্ষা না দিলে তো ভবিষ্যতে শিক্ষার্থীদেরই সমস্যা হবে।

এর আগে, রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক বৈঠক।

বেঠক শেষে শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা। এ সময় পরিকল্পনা সচিবসহ অন্যান্য সদস্যরা (সচিব) উপস্থিত ছিলেন।

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222