বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল, যা জানা গেল

by Kausar Labib

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত উপলক্ষ্যে ইজতেমা ময়দানের আশেপাশে যান চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। মহানগর পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানে জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান ।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, প্রথম পর্বের প্রথম ধাপের ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সোমবার থেকে দ্বিতীয় ধাপ শুরু হয়। পুরো মাঠে ৩৬৫টি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। পেট্রোল, মোবাইল এবং চেকপোস্ট ডিউটির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। মাঠের ভেতরে আমাদের সদস্যরা সাদা পোশাকে কাজ করছেন। প্রথম পর্বের প্রথম ধাপের মতো আমরা সবার সহযোগিতায় দ্বিতীয় ধাপের ইজতেমাও সুন্দরভাবে করতে চাই।

এদিকে শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক মাওলানা হাবিবুল্লাহ রাইহান জানান, আগামীকাল বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ২৩ জেলা নিয়ে শুরায়ে নেজামের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বাদ ফজর বয়ান করবেন বেঙ্গালোর ভারতের ভাই ফারুক হোসেন, সকাল ৯.৩০ মিনিটে হেদায়েতের বয়ান বয়ান করবেন হিন্দুস্তানের মাওলানা আব্দুর রহমান। তারপর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। সর্বশেষ মুসলিম উম্মাহর সুখ-শান্তি, কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমেদ।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222