প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান কারা নির্যাতিত প্রবাসীরা

by Kausar Labib

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করার অনুমতি চেয়েছেন আরব আমিরাতসহ অন্যান্য দেশ থেকে কারা নির্যাতিত হয়ে ফিরে আসা প্রবাসীরা। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনে ৬ দফা দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি তুলে ধরেন আরব আমিরাত ফেরত প্রবাসী খালেদ সাইফুল্লাহ।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাক্ষাতের অনুমতি না পেলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আগামী দিনে রেমিট্যান্স বন্ধের ডাক দেওয়ার হুঁশিয়ার দেন।

প্রধান উপদেষ্টার নিকট প্রবাসীদের ৬ দফা দাবি হলো- আরব আমিরাতসহ ক্ষতিগ্রস্থ প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, যেমন- যারা বিদেশ যেতে চায় সরকারি উদ্যোগে বিনা খরচে বিদেশ পাঠাতে ব্যবস্থা, যোগ্যতা অনুযায়ী দেশে চাকুরীর ব্যবস্থা করা; ব্যবসায়ী ও উদ্যোক্তা হতে চায় তাদেরকে ব্যাংক/ যে কোন সংস্থার মাধ্যমে বিনা সুদে প্রয়োজনীয় লোন দেওয়ার ব্যবস্থা করা এবং বয়স্ক প্রবাসীদের বিভিন্ন প্রকার সরকারি ভাতার আওতায় নিয়ে আসা, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ফেরত প্রবাসীদের নো-এন্ট্রি দিয়েছে, সেই নো-এন্ট্রি তুলে নেওয়ার জন্য রাষ্ট্রীভাবে উদ্যোগ গ্রহণ করা, একই মামলায় সংযুক্ত আরব আমিরাতে এখনও গ্রেফতার চলমান, তা কূটনৈতিক আলোচনার মাধ্যমে অতিদ্রুত গ্রেফতার প্রক্রিয়া বন্ধসহ মামলা শেষ করার উদ্যোগ নিতে হবে এবং সংযুক্ত আরব আমিরাতের কারাগারে যেসব বাংলাদেশি প্রবাসী বন্দী আছেন তাদেরকে অতিদ্রুত মুক্ত করে নিয়ে আসা, প্রবাসীদের নামের তালিকা সংশ্লিষ্ট দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে যারা দিয়েছে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক কনসাল জেনারেল বিএম জামালসহ জড়িত সবাইকে চিহ্নিত করে অতিদ্রুত আইনের আওতায় এনে বিচার করা, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন এর মত একটি ট্রাস্ট গঠন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের তালিকায় কারা নির্যাতিত প্রবাসীদের অন্তর্ভুক্ত করা এবং জুলাই বিপ্লবের বীর হিসেবে স্বীকৃতি দেওয়া।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ৭ জনের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ করার অনুমতি দেওয়ারও আহ্বান জানান।

মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খালেদ সাইফুল্লাহ বলেন, আরব আমিরাত থেকে এখন পর্যন্ত ১৮৯ জন দেশে ফেরত এসেছে এবং এখনও ধরপাকড় চলছে। শিগগিরই প্রধান উপদেষ্টা আরব আমিরাতে সফরে যাবেন। সেই সফরে প্রবাসীদের মামলা তুলে নেওয়াসহ নো-এন্ট্রি তুলে নিতে প্রধান উপদেষ্টাকে ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পাকিস্তানের প্রবাসী ফেরতদের নো-এন্ট্রি আইন তুলে নিয়েছে আরব আমিরাত সরকার। তাই সরকার উদ্যোগ নিলে নো-এন্ট্রি তুলে নিলে আবারও প্রবাসীরা আরব আমিরাতে যেতে পারবেন বলেও আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ, ফরিদ শাহিন, জাহাঙ্গীর, আমিনুল ইসলাম, সৌদি প্রবাসী মঈন উদ্দিন বাবু প্রমুখ।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222