নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ‘এডুকেশন গাইডলাইন মজলিস’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ পথনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) নারায়ণগঞ্জ জেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি, গবেষক ও দার্শনিক শায়খ মুসা আল হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কামাল উদ্দীন, সভাপতি পরিষদ সদস্য আব্দুল আজিজ, এবং চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের পরিচালক মাওলানা সাইফুল্লাহ।
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল্লাহ, আড়াইহাজার উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম মাহমুদ, সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ হাসান, সাবেক জেলা সভাপতি মুহাম্মদ নাইম ইসলাম, খালেদ ভুঁইয়া সহ জেলা ও থানার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এডুকেশন গাইডলাইন মজলিসে শিক্ষার বর্তমান চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের পথ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ছাত্রদের জন্য নৈতিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।
এনএ/