দুর্বল হাতে দেশ চালানো সম্ভব নয়: মুফতি ফয়জুল করীম

by Nur Alam Khan

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেছেন, শক্ত হাতে দেশ পরিচালনা করেন। দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয়। শক্ত হাতে দেশ পরিচালনা না করলে এমন বিপদে পড়বেন, যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না এবং গোটা জাতিও রক্ষা পাবে না।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর ৫ম নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই যদি দুর্বলতা প্রকাশ করেন তাহলে এই জাতি নিমজ্জিত হবে। আশা-আকাঙ্ক্ষা সবকিছু ভেসে যাবে। এই দুর্ভাগা জাতি আবারও দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। দেশকে স্থিতিশীল করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন। প্রশাসন কন্ট্রোল করতে না পারলে অবস্থা খুবই খারাপ হবে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না।

মুফতি ফয়জুল করীম বলেন, কোনো অবস্থাতেই সরকার যদি ভুল কোনো সিদ্ধান্ত নেন, তাহলে ভুলের মধ্যে আমরাও নিমজ্জিত হবো, সরকারও নিমজ্জিত হবে এবং দেশও রসাতলে যাবে। কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করে কাজ করা উচিত হবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় দেশ ও জাতির কল্যাণে যুব শক্তির ইতিবাচক ব্যবহারের পক্ষে কাজ করে যাচ্ছে। দেশের তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শিক্ষা, দক্ষতা ও আত্মোন্নয়নের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় যুব সমাজের পাশে আছে এবং ভবিষ্যতেও তাদের উন্নয়ন ও নৈতিক শিক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার এই আন্দোলনে সকল সচেতন যুবক ও নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ্ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত ৫ম নগর সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলান বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও কল কারখানা সম্পাদক এমদাদুল ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদার।

এনএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222