মসজিদে নববীতে ইফতারের নতুন নিয়ম

by Kausar Labib

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মদিনার মসজিদে নববীতে ইফতার সরবরাহে নতুন নিয়ম চালু করেছে মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, ইফতারের মৌলিক মেনুর সঙ্গে সর্বোচ্চ দুটি অতিরিক্ত আইটেম যোগ করা যাবে।

মসজিদে নববীতে ইফতারের মূল তালিকায় সাধারণত খেজুর, রুটি, দই, প্যাকেটজাত টিস্যু এবং পানির বোতল থাকে। তবে রমজান মাসে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বেচ্ছায় রোজাদারদের জন্য ইফতার সরবরাহ করে থাকেন। এবার কর্তৃপক্ষ জানিয়েছে, ইফতার সরবরাহকারীরা খেজুর, রুটি ও পানির সঙ্গে দুটি অতিরিক্ত আইটেম যোগ করতে পারবেন। এসব অতিরিক্ত আইটেম হতে পারে বাদাম, কাপকেক, পাই, কুকি অথবা মাংস-পুদিনা-শাক দিয়ে সেদ্ধ খেজুর।

বিজ্ঞাপন
banner

এছাড়া, ইফতার সরবরাহ করতে অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমেই খাবার বিতরণ করতে হবে। যারা এই সেবায় নিয়োজিত থাকবেন, তাদের তথ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটে নিয়মিত আপডেট রাখতে হবে।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে। এ মাসে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন এবং ওমরাহ পালন করতে বিপুল সংখ্যক মানুষ মক্কা ও মদিনায় সমবেত হন। লাখো মানুষের সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে আগেভাগেই এই প্রস্তুতি নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222