প্রশংসায় ভাসা সেই পুলিশ সদস্যকে ভালোবাসা জানালেন আসিফ নজরুল

by Kausar Labib

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে কাজ করছেন ওই পুলিশ সদস্য। তিনি তার হাতে থাকা লাঠি দিয়ে বিক্ষোভকারীদের স্পর্শ না করেই কেবল শব্দ তৈরি করে তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন, যা অনেকের মন জয় করেছে।

বিজ্ঞাপন
banner

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে, অনেকেই ওই পুলিশ সদস্যের সৃজনশীল এবং শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করার কৌশলের প্রশংসা করেছেন।

শাহাদাত হোসেন নামের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, ‘এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন।’

হিমেল চাকমা লিখেছেন, ‘লাঠি আর বডির সংস্পর্শ ছাড়া কিভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ তাকে বের করে পুরস্কৃত করুন।’

এছাড়া, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও নিজের ফেসবুক আইডিতে ভিডিও শেয়ার করে মন্তব্য করেছেন, ‘এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা।’

তবে, প্রশংসিত পুলিশ সদস্যটির পরিচয় এখনও জানা যায়নি। তার এমন দায়িত্ব পালনের জন্য প্রশংসিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বইছে।

এএ/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222